ইএইইউ-এর সর্বোচ্চ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
  2019-05-30 10:08:54  cri

মে ৩০: ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের (ইএইইউ) সর্বোচ্চ সংস্থা ইউরেশিয়া অর্থনীতি কমিটির সর্বোচ্চ পরিষদের সম্মেলন গতকাল (বুধবার) কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ইএইইউ-সংশ্লিষ্ট বিভিন্ন হট ইস্যু ও ভবিষ্যত উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চীন ইএইইউ-এর কৌশলগত অংশীদার এবং ইএইইউ'র নির্মাণ–রেশমপথ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের সঙ্গে সংযুক্ত হওয়া উচিত্। আগামী কয়েক মাস, ইএইইউ ও চীনের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে। যা নানা ক্ষেত্রে দু'পক্ষের জন্য পারস্পরিক কল্যাণকর সহযোগিতার দৃঢ় ভিত্তি তৈরি করবে।

জানা গেছে, এবার সম্মেলনে 'ইএইইউ প্রতিষ্ঠার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে ইউরেশিয়া অর্থনীতি কমিটির সর্বোচ্চ পরিষদের যৌথ বিবৃতিসহ ১৮টি দলিল গৃহীত হয়েছে। ২০১৫ সালে ইএইইউ প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, কিরগিজস্তান ও আর্মেনিয়া।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040