নাইজারের প্রেসিডেন্টের সঙ্গে এনপিসি'র স্থায়ী কমিটির চেয়ারম্যানের সাক্ষাত্
  2019-05-30 10:07:59  cri

মে ৩০: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি জান শু গতকাল (বুধবার) গণ-মহাভবন সফররত নাইজারের প্রেসিডেন্ট মাহমাদৌ ইসৌফুর সঙ্গে সাক্ষাত করেছেন।

এসময় লি জান শু প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নাইজার প্রেসিডেন্টের বৈঠকের কথা উল্লেখ করে বলেন, তাঁরা চীন-নাইজার সহযোগিতার নতুন নকশা প্রণয়ন করেছেন। চীন ও নাইজার নেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতর পর্যায়ে এগিয়ে নিতে ইচ্ছুক। চীন ও আফ্রিকার মানুষ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দারিদ্রমুক্ত ও সমৃদ্ধি বাস্তবায়ন অভিন্ন কর্তব্য। চীন-আফ্রিকা পরস্পরকে সহায়তা দিয়েছে এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রেসিডেন্ট ইসৌফু বলেন, দীর্ঘকাল ধরে চীনের সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞ নাইজার। চীনের উন্নয়নের অভিজ্ঞতা শিখতে চায় তার দেশ। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের যৌথ নির্মাণে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা জোরদার করতে চান তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040