আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
  2019-05-29 11:24:01  cri

মে ২৯: রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ গতকাল (মঙ্গলবার) মস্কোতে বলেন, আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।

এদিন রাশিয়া ও আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার শত বছর পূর্তি আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে লাভরভ বলেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে দ্রুত বৈঠকের আহ্বান জানায় রাশিয়া। রাশিয়া বিশ্বাস করে, আফগানিস্তানের সংঘর্ষ বন্ধে সামরিক পদ্ধতি নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিই একমাত্র পথ।

ন্যাটো ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানে ন্যাটোর উদ্যোগে বিভিন্ন অহিংস অভিযানে ৩৯টি দেশের ১৭ হাজার সেনা অংশ নিয়েছিল। আফগান সরকারি বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন কাজে সাহায্য করা তাদের মূল কাজ।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040