চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে ব্যাপক মনোযোগী মিশর
  2019-05-29 10:35:38  cri
মে ২৯: চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধে ব্যাপক মনোযোগ দিয়েছে মিশরের গণমাধ্যম। গতকাল (মঙ্গলবার) মিশরের 'পিরামিড পত্রিকার' ওয়েবসাইটে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ-সংক্রান্ত একটি প্রবন্ধ প্রকাশিত হয়। তাতে বলা হয়, 'মেড ইন চায়না-২০২৫' পরিকল্পনার নেতৃত্বে বিজ্ঞান প্রযুক্তির সৃজনশীলতায় চমত্কার সাফল্য অর্জন করেছে চীন এবং তা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতিও পেয়েছে। মধ্য এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে লাতিন আমেরিকা পর্যন্ত কার্যকরভাবে বিশ্বের বহু এলাকার অর্থনীতির যৌথ উন্নয়ন করেছে চীন। এ প্রেক্ষাপটে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয় প্রবন্ধে।

মিশরের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন হুয়াওয়েই। চীনা এ কোম্পানির ওপর মার্কিন সরকারের অযৌক্তিক নিষেধাজ্ঞার দিকেও নজর দিয়েছে মিশরের গণমাধ্যম। মিশরের 'সপ্তমদিন সাপ্তাহিক ম্যাগাজিন' ওয়েবসাইটে বলা হয়, বিজ্ঞান-প্রযুক্তি খাতে মার্কিন সরকারের ধারাবাহিক আচরণ আন্তর্জাতিক ভারসাম্য লঙ্ঘন করেছে। চীন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুঁজি বিনিয়োগকারী দেশ, চীনা শিল্পপ্রতিষ্ঠান বিদেশি পুঁজি আকর্ষণে স্থিতিশীল, স্বচ্ছ ও পরিকল্পিত ব্যবসার পরিবেশ গড়ে তোলায় তার প্রশংসা করে মিশরের গণমাধ্যম।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040