অনাস্থা ভোটে হেরে অস্ট্রিয়ার চ্যান্সেলরের বিদায়
  2019-05-28 15:52:38  cri
মে ২৮: গতকাল (সোমবার) অস্ট্রিয়ায় অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে অপসারিত হয়েছেন চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ। এদিন ক্রুজ ও তার সরকারকে ক্ষমতা থেকে সরাতে অস্ট্রিয়ার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে অনাস্থা ভোট হয়। এতে ক্রুজ ও তার মন্ত্রীরা পদচ্যুত হন। ১৯৪৫ সালে গণপ্রজাতন্ত্রী অস্ট্রিয়া প্রতিষ্ঠার পর প্রথম পদচ্যুত চ্যান্সেলর ক্রুজ।

দুর্নীতি ইস্যুতে অস্ট্রিয়ার প্রধান বিরোধীদল- মধ্য ও বামপন্থি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এই অনাস্থা ভোটের প্রস্তাব দেয় এবং ডানপন্থি পপিউলিস্ট পার্টি এতে সাড়া দেয়। এই দুই পার্টি সংসদের অর্ধেক আসন অধিকার করায় ভোটে হেরে ক্রুজ পদত্যাগ করতে বাধ্য হন। ভোটের আগে অনুষ্ঠিত বিতর্কে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পপিলিস্ট পার্টি উভয়ই ক্রুজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040