জাতিসংঘের প্রথম 'বাসস্থান সম্মেলন' শুরু
  2019-05-28 15:51:51  cri
মে ২৮: জাতিসংঘের প্রথম 'বাসস্থান সম্মেলন' গতকাল (সোমবার) কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে: 'নব্যতাপ্রবর্তনের মাধ্যমে শহর ও কমিউনিটির জীবনযাপন আরও সুন্দর করা'। সম্মেলনের লক্ষ্য, নগরায়নের সম্মুখীন নানা চ্যালেঞ্জ মোকাবিলার উপায় বের করা।

জাতিসংঘ উপমহাসচিব ও বাসস্থান সদরদপ্তরের নির্বাহী মহাপরিচালক মার্থা পেরালকা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বর্তমানে নগরায়ন প্রবণতা জোরালো হয়েছে। ২০৫০ সালে বিশ্বের ৭০ শতাংশ মানুষ শহরে বসবাস করবে বলে ধারণা করা হচ্ছে। কিছু কিছু দেশে নগরায়ন প্রক্রিয়ায় বাসভবন, পরিবহন, জ্বালানি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা খাতে সমস্যা দেখা দেবে। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় উন্নয়ন প্রক্রিয়ায় টেকসই নগরায়নকে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, প্রথম জাতিসংঘ বাসস্থান সম্মেলনের লক্ষ্য- শহর ও কমিউনিটিতে জীবনযাপনের মান উন্নত করা। ভালো নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা আরও সহনশীল, টেকসই ও নিম্ন কার্বন নির্গমন ব্যবস্থা উন্নয়নে সহায়ক হবে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040