চীনের গ্রামাঞ্চল সংস্কারে 'পরীক্ষামূলক অঞ্চল' তৈরিতে সাফল্য অর্জন
  2019-05-28 15:20:40  cri
মে ২৮: দশ বছর আগে চীনের গ্রামাঞ্চল সংস্কারে 'পরীক্ষামূলক অঞ্চলের' নির্মাণকাজ শুরু হয়। এখন পর্যন্ত নির্মিত ৫৮টি 'পরীক্ষামূলক অঞ্চলে' ২২৬ দফা সংস্কার পরীক্ষার কাজ করা হয়েছে। যা গ্রামাঞ্চল সংস্কারের বিভিন্ন ক্ষেত্র বিস্তৃত করেছে। 'গ্রামাঞ্চলে সংস্কারের পরীক্ষামূলক অঞ্চল' সেখানকার সংস্কার পরিচালনায় অগ্রণী হয়ে উঠেছে।

আজকের সংবাদ পর্যালোচনায় এ নিয়ে শুনবেন একটি প্রতিবেদন।

'পরীক্ষামূলক অঞ্চলে' বিভিন্ন পরীক্ষা চালানো হলো গ্রামাঞ্চলে সংস্কার এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 'পরীক্ষামূলক অঞ্চলে' পরীক্ষা চালানো এবং তারপর সংশ্লিষ্ট অভিজ্ঞতা সারসংকলন করা চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে বিরাট সাফল্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের নীতি ও সংস্কার বিভাগের মহাপরিচালক চাও ইয়াং বলেন, নতুন পরিস্থিতিতে চীনের গ্রামাঞ্চলে সংস্কারের পরীক্ষামূলক অঞ্চলে সংশ্লিষ্ট পরীক্ষার মাধ্যমে ব্যবস্থা, তত্ত্ব এবং পদ্ধতির সৃজনশীলতা এগিয়ে নেওয়া, গ্রামাঞ্চলের সার্বিক সংস্কার গভীরতর করার জন্য পথ অনুসন্ধান করা এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতা সংগ্রহ করা যায়।

তিনি বলেন,

'বিভিন্ন অঞ্চলের পরীক্ষামূলক এলাকার সংস্কারের দিক পর্যবেক্ষণ করে বলা যায়, আমরা ব্যবস্থার প্রতিবন্ধকতা ও বাস্তব সমস্যার ওপর দৃষ্টি রাখি। ২০১১ সালের পর থেকে পরীক্ষামূলক অঞ্চলে মোট ১১৪টি ফলাফল প্রকাশিত হয়। এতে প্রাদেশিক পর্যায়ে দলিলপত্র প্রণয়নে বা দেশীয় আইন প্রণয়ন ও সংশোধনে তা প্রতিফলিত হয়েছে।'

এখন পর্যন্ত চীনের গ্রামাঞ্চল সংস্কারের 'পরীক্ষামূলক অঞ্চলে' ২২৬ দফার পরীক্ষামূলক কর্তব্য পালন করা হয় এবং এতে ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে।

কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের নীতি ও সংস্কার বিভাগের উপমহাপরিচালক চাও ছাং পাও বলেন,

'গ্রামাঞ্চলে ভূমি ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষামূলক অঞ্চলে সেখানকার ভূমির বিন্যাস সুবিন্যস্ত করা হয় এবং কৃষকদের ভূমির স্বার্থ রক্ষা করা হয়। গ্রামাঞ্চলের যৌথ সম্পত্তি অধিকার ব্যবস্থা গভীরতর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষামূলক অঞ্চলে কৃষকদের আরও বেশি সম্পত্তির অধিকার দেওয়া হয়। গ্রামাঞ্চলে আর্থিক ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষামূলক অঞ্চলে গ্রামের আর্থিক সেবার মান বাড়ানো হয়।'

২০১৭ সালে 'গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশল' উত্থাপন করে চীন। এর উদ্দেশ্য হলো, কৃষি ও গ্রামে অগ্রাধিকারমূলক উন্নয়নের ব্যবস্থা পূর্ণাঙ্গ করে গড়ে তোলা এবং কৃষি ও গ্রামের আধুনিকায়ন দ্রুততর করা। এর মধ্যে কৃষি, গ্রাম ও কৃষকদের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করতে চাইলে সার্বিকভাবে গ্রামাঞ্চলের সংস্কার গভীর করার ওপর নির্ভর করতেই হবে। তাই গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন করতে চাইলে গ্রামাঞ্চলের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাও ইয়াং বলেন,

'অব্যাহতভাবে পরীক্ষার ব্যপকতা ও গভীরতা সম্প্রসারণ করা উচিত্। গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশল, সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন করা এবং দারিদ্র্যমুক্তিসহ বিভিন্ন উদ্দেশ্যকে কেন্দ্র করে পরীক্ষামূলক অঞ্চলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো বেছে নেওয়া উচিত্। পরীক্ষার ফলাফলের বাস্তবায়ন জোরদার করা উচিত্। তা ছাড়া, সাহসের সঙ্গে অনুসন্ধান করে বিভিন্ন অঞ্চলকে উত্সাহ দেওয়া এবং স্থানীয় অঞ্চলের সিদ্ধান্ত গ্রহণের অধিকারের ওপর সম্মান দেখানো উচিত্।'

নতুন যুগে 'পরীক্ষামূলক গ্রামাঞ্চল সংস্কারের' ক্ষেত্রে সাহসী চেতনা দিয়ে গ্রামাঞ্চলের নতুন দফা সংস্কারের নতুন পথ অনুসন্ধান করা উচিত্ এবং নতুন প্রাণশক্তি বাড়ানো উচিত্ বলে জোর দেন চাও ইয়াং।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040