মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বৃদ্ধি এতদাঞ্চলের ঝুঁকি বাড়াবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী
  2019-05-28 11:30:08  cri
মে ২৮: গতকাল (সোমবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আরও ১৫০০ মার্কিন সেনা পাঠাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে এতদাঞ্চলের ঝুঁকি বেড়ে যাবে বলে সতর্ক করেন লাভরভ। ইরান ইস্যুতে মার্কিন সরকার এই 'বুদ্ধিমান পরামর্শ' শুনবে বলে আশা করে রাশিয়া।

ইরান ও উপকূলীয় প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক আক্রমণ না করার চুক্তির ব্যাপারে লাভরভ বলেন, ইরানের প্রস্তাব ঠিক মনে করে মস্কো। এ চুক্তি স্বাক্ষর উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের প্রথম পদক্ষেপ। ইরানের প্রস্তাবের সঙ্গে রুশ পরামর্শের মিল রয়েছে। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে সামরিক স্বচ্ছতা এবং অন্য দেশগুলোর সামরিক মহড়ায় অংশগ্রহণ করা উচিত। সেই সঙ্গে আরব লিগ, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পারস্পরিক আস্থা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, ২৪ মে মধ্যপ্রাচ্যে আরো ১৫০০জন মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অস্থায়ী প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানও জানান, 'ইরানের হুমকি' প্রতিরোধ সেনাদের মূল দায়িত্ব।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040