ব্যাংককে ইএসসিএপি'র ৭৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  2019-05-28 11:12:23  cri

জুন ২৮: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও সামাজিক সংস্থার (ইএসসিএপি) ৭৫তম বার্ষিক সম্মেলনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৭-২৮ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো: 'জনগণের দক্ষতা জোরদার, সহনশীলতা ও সমতা নিশ্চিত করা'। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী ছাং জুন একটি প্রতিনিধিদল নিয়ে এতে যোগ দিয়েছেন।

সাধারণ বিতর্কে ছাং জুন বলেন, বর্তমান বিশ্ব বড় উন্নয়নের সুযোগের পাশাপাশি কঠোর চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। ইএসসিএপি'র উচিত সঠিক পথ অবলম্বন করে কার্যকর ব্যবস্থা নিয়ে এতদাঞ্চলের উন্নয়নে একটি উন্মুক্ত, সহনশীল ও কল্যাণকর পরিবেশ সৃষ্টি করা। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অন্য দেশের নব্যতাপ্রবর্তন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করা, শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা ও বিশ্ব বাজার বিকৃত করাসহ নানা আচরণের বিরোধিতা করা উচিত্। পাশাপাশি, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানের নবায়নের জন্য ন্যায্যতা, ন্যায়বিচার ও বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করা উচিত।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040