মার্কিন প্রেসিডেন্ট ও জাপানি প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2019-05-28 11:11:15  cri

মে ২৮: গতকাল (সোমবার) জাপানের টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন। বৈঠকে দু'পক্ষ জাপান-যুক্তরাষ্ট্র বন্ধুত্বের সম্পর্ক নিশ্চিত করেছে; তবে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে দু'দেশের মতভেদ দূর হয়নি এবং কোনো মতৈক্য অর্জিত হয়নি।

এই নিয়ে ১১তম দফায় জাপান-মার্কিন শীর্ষবৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকের পর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে আবে জোর দিয়ে বলেন, মার্কিন অর্থনীতিতে জাপানি কোম্পানি অনেক অবদান রেখেছে এবং দু'দেশের অর্থনীতি উন্নয়নের প্রত্যাশা করেন তিনি। বৈঠকে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আলোচনার প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে একমত হয় দু'পক্ষ।

ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে গুরুতর বাণিজ্য ভারসাম্যহীনতার সমস্যা রয়েছে। বাণিজ্য ঘাটতি কমানো এবং জাপানে রপ্তানি বাধা দূর করা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। আবার 'টিপিপি'তে যোগ দেয়ার সম্ভাবনাও নাকচ করেন ট্রাম্প।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040