আত্মার গায়ক লিয়াং পৌ
  2019-05-31 09:53:07  cri

 

 

গান 

বন্ধুরা, সুন্দর এই গানটি রচনা করেছেন চীনা গায়ক লিয়াং পো। গানের নাম 'ছেলে'। গানটি ২০১৭ সালে প্রকাশিত হয়। গানে একটি ছেলের প্রেমের গল্প বলা হয়। প্রত্যেকেই এই গানে একটি আবেদন অনুভব করতে পারেন। এটা লিয়াং পো'র সংগীতের বৈশিষ্ট্য।

বন্ধুরা বুঝতেই পারছেন, আজকের অনুষ্ঠানে চীনা গায়ক লিয়াং পো'র সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি ২০১২ সালে চীনের একটি বিখ্যাত সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে সবার কাছে পরিচিতি পান। বর্তমানে তার গান চীনে অনেক জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে লিয়াং পো'র কিছু সুন্দর গান শুনবো।

লিয়াং পো ১৯৯১ সালে চীনের চিলিন প্রদেশের রাজধানী ছাংছুনে জন্মগ্রহণ করেন। প্রাথমিক স্কুলে পড়ার সময় তিনি গিটারের প্রেমে পড়েন। তিনি গিটার বাজানো শিখতে শুরু করেন। এটাই ছিল সংগীতের সঙ্গে লিয়াং পো'র সম্পর্কের শুরু। গিটার শিখতে শিখতে লিয়াং পো নিজেই গান রচনা শুরু করেন। সবার সামনে গান পরিবেশন করা তার স্বপ্নে পরিণত হয়। ২০০৯ সালে লিয়াং পো চিলিন আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন ও গান গাওয়া শিখেন।

২০১২ সালে লিয়াং পো চীনের একটি জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা 'দ্য ভয়েস অফ চায়না'তে অংশগ্রহণ করেন। তার অসাধারণ পারফরমেন্স সবার নজর কাড়ে এবং অবশেষে শক্তিশালী প্রতিযোগিতার মধ্যে অপ্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন হন তিনি। বন্ধুরা, এখন প্রতিযোগিতায় লিয়াং পো'র গাওয়া গান 'ফিরে আসা' শুনুন।  

চ্যাম্পিয়ন হওয়ার পর লিয়াং পো আরও ভালোভাবে গান শেখার জন্য বিশ্ববিদ্যালয়ে ফিরে পুনরায় সংগীত নিয়ে পড়াশোনা করতে থাকেন। সবার দৃষ্টি থেকে দুই বছর হারিয়ে যান তিনি। ২০১৪ সালে লিয়াং পো তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এটি একেবারেই 'লিয়াং পো-শৈলীর' একটি অ্যালবাম। সবগুলো গানের কথা ও সুর তার নিজের রচনা।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি গান 'তোমার, আমার'। গানে বলা হয়: তোমার প্রত্যাশা আছে, আমার নিজের কারণ আছে। তোমার স্বাধীনতা আছে, আমার অটলতাও আছে। বিপদ আসলেও আমি আর ভয় পাবো না, এড়িয়ে যাবো না।  

লিয়াং পো 'আত্মার গায়ক' হিসেবে পরিচিত, কারণ সবাই বলে, তিনি আত্মা দিয়ে গান গান। এই নামটি তার গান 'আত্মার গায়ক' থেকে এসেছে। ২০১৭ সালে চীনের বিখ্যাত প্রতিযোগিতা অনুষ্ঠান 'গায়কে' তার 'আত্মার গায়ক' সবার মন জয় করে। গানে বলা হয়: যখন আত্মার গায়ক গান গায়, তখন হাজার হাজার মন চূর্ণ হতে পারে। তিনি মুহূর্তে অন্তর্গত নন, অনন্তকালে অন্তর্গত তিনি। যেসব, গান লোকদের মুগ্ধ করেছে, তাই শ্রেষ্ঠ প্রমাণ।  

লিয়াং পো গায়ক হিসেবে বেশি জনপ্রিয় নয়। তবে তাতে মোটেও গুরুত্ব দেননি তিনি। লিয়াং পো বলেন, তিনি শুধু মঞ্চে গান গাওয়ার মানুষ। তার গান সবাই পছন্দ করলেই যথেষ্ট। আর সত্যিই তিনি অনেক মানুষের মন জয় করেছেন। বন্ধুরা, এখন শুনুন লিয়াং পো রচিত একটি সুন্দর গান 'বিপদ'।  

পরের গান আমরা শুনবো লিয়াং পো'র জনপ্রিয় গান 'রি লৌ তা তাও' বা 'সূর্যাস্তের রাস্তা'। যুক্তরাষ্ট্রে সংগীত শেখার সময় তিনি গানটি রচনা করেন। গানে বলা হয়: লোকেরা বিপুল প্রত্যাশা নিয়ে এখানে আসে। তারা এই রাস্তার মধ্যে স্বপ্ন অনুসন্ধান করে, রাস্তার দু'পাশে দিশাহারা হয়। সূর্যাস্তের সময় এই রাস্তায় সব কিছু সোনালি দেখায়, কিন্তু আমি দেখি রাতের অন্ধকার!

অনুষ্ঠানের শেষে একসঙ্গে লিয়াং পো'র সম্প্রতি প্রকাশিত একটি গান 'যাকে তুমি ভাবছো, তাই হবে' শুনবো। গানের কথায় বলা হয়: যাকে তুমি ভাবছো, অবশেষে তাই হবে। সে হয়তো সূর্যের মতো, হয়তো খুবই সাধারণ লোক। তুমি আর নিঃসঙ্গ বোধ করবে না। তোমার আত্মসম্মান বজায় থাকবে....

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040