আরমেনিয়ার প্রধানমন্ত্রী ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2019-05-27 10:25:27  cri

মে ২৭: গতকাল (রোববার) আরমেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে পাশিনিয়ান বলেন, আমি সম্প্রতি 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' অংশগ্রহণ করেছি এবং চীনা নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করতে গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছি। চীনের সঙ্গে মতৈক্যগুলো বাস্তবায়ন করতে, উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করতে, বাস্তব সহযোগিতা গভীর করতে, সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করতে এবং আরমেনিয়া-চীন সহযোগিতায় আরও ফলাফল অর্জন করতে ইচ্ছুক তাঁর দেশ। চীনা কোম্পানিকে আরমেনিয়ায় বিনিয়োগে স্বাগত জানান তিনি। পাশাপাশি 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণে অংশ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

ওয়াং ই বলেন, দু'দেশের সম্পর্ক প্রতিষ্ঠার ২৭ বছরে আরমেনিয়া সরকার সবসময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নিয়েছে; যা দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদারের প্রতীক। দু'পক্ষের উচিত্ 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণের কাঠামোতে উৎপাদন ক্ষমতা, উচ্চ প্রযুক্তি, অবকাঠামোসহ নানা ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীর করা। এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, সন্ত্রাসদমন, চরমপন্থা দমন এবং সভ্যতার বিনিময়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে সমন্বয় ও সহযোগিতা এগিয়ে নেওয়া উচিত বলে উল্লেখ করেন ওয়াং ই।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040