ইরানের ওপর অভূতপূর্ব চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট রুহানি
  2019-05-27 10:24:37  cri

মে ২৭: গতকাল (রোববার) ইরানের জাতীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এক ভাষণে বলেছেন, বর্তমানে ইরানের ওপর অভূতপূর্ব চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। উপগ্রহের মাধ্যমে ইরানের তেলবাহী জাহাজ অনুসরণ করছে দেশটি। সেই সঙ্গে ইরানের মালবাহী জাহাজগুলোকে অন্য দেশের বন্দরে নোঙর করতে দেওয়া হচ্ছে না।

দেশটিতে ইসলামি বিপ্লবের পর ইরান কখনও এমন পরিস্থিতি দেখেনি, তবে ইরান মাথা নত করবে না। ইরানের জনগণ ঐক্য বজায় রাখবে এবং পারস্পরিক আস্থার কল্যাণে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ হবে। ইরানে প্রচুর উপাদান মজুদ রয়েছে এবং জনগণের জীবনযাপন কষ্টকর হবে না বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বছর মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের সার্বিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান। তারপর থেকেই ইরানের ওপর ধারাবাহিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040