রোববারের আলাপন-190526
  2019-05-26 16:13:52  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, আমি সম্প্রতি প্রতিবেদন লেখার জন্য চীনের তিব্বতে গিয়েছিলাম। সেখানে দুই সপ্তাহ ছিলাম। আমরা সংশ্লিষ্ট খবর অবশ্যই আপনাদের সাথে ভাগাভাগি করবো।

বন্ধুরা, তিব্বত থেকে বেইজিংয়ে ফিরে আসার রাতে আমি আবিষ্কার করি যে, বেইজিংয়ে ভীষণ গরম। ওইদিন রাতে আমি এসি চালিয়ে ঘুমিয়েছি। তা না হলে কোনোভাবেই ঘুমাতে পারতাম না।

টুটুল: হ্যাঁ। সত্যি এ কয়েকদিন আবহাওয়া অনেক গরম।

আকাশ: বন্ধুরা, আমরা প্রথমে গরম আবহাওয়া সম্পর্কিত একটি খবর আপনাদের সাথে শেয়ার করবো, কেমন?

চীনের উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ সাইত্রিশডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে

সম্প্রতি চীনের আবহাওয়া সূত্রে জানা গেছে, এ মাসের ২৩ তারিখ থেকে চীনের উত্তরাঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকবে। অনেক শহরে সর্বোচ্চ তাপমাত্রা ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

২১ মে চেং চৌ, সি চিয়ান চুয়ান, চি নানসহ অনেক শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এ ছাড়া, চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

আবহাওয়ার খবরে আরো জানা গেছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। এ মাসের ২২, ২৩ তারিখে বেইজিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে।

২১ মে বেইজিং আবহাওয়া অধিদপ্তর উচ্চ তাপমাত্রার 'হলুদ' সতর্কতা জারি করে।

আকাশ: বন্ধুরা, বাংলাদেশেও এখন ভীষণ গরম। কোনো বৃষ্টিও হচ্ছে না। পুরান ঢাকার লোকজন পানি সরবরাহ সমস্যা মোকাবিলা করছে।

টুটুল ভাই, তুমি সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরে এসেছো, এ সংশ্লিষ্ট খবর আমাদের সাথে শেয়ার করতে পারো?

টুটুল:...

আকাশ: বন্ধুরা, সাম্প্রতিক বছরে মানবজাতির প্রাকৃতিক সম্পদের অধিক ব্যবহার, দূষণ ইত্যাদি কারণে বিশ্বব্যাপী জলবায়ুর উষ্ণতা ও জলবায়ুর অস্বাভাবিক সমস্যা অনেক মারাত্মক হয়ে গেছে। যদি আমরা এ ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ না করি তাহলে মানবজাতি পানির যে শেষ ফোটা দেখবে তা হবে আমাদের অশ্রু।

ভাই, এ ব্যাপারে তোমার মতামত কি?

টুটুল:

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040