ইরাক সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  2019-05-26 14:06:30  cri
মে ২৬: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতকাল (শনিবার) বাগদাদ পৌঁছে তার দু'দিনব্যাপী ইরাক সফর শুরু করেন। জারিফ ইরাকের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে প্রকাশ, জারিফ ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন এবং ওয়াশিংটন ও তেহরানের অবনতিশীল সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে।

অন্য এক খবরে জানা গেছে, ইরাকের স্পিকার মোহামেদ আল-হালবুসি একই দিন বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, আমন্ত্রণ পেলে দেশ দু'টির পরিস্থিতি নিয়ে মধ্যস্থতা করতে ইচ্ছুক বাগদাদ। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040