বোল্টনের মত এমন মানুষের কারণেই মার্কিন কূটনীতি বিপদের দিকে যাচ্ছে
  2019-05-25 18:29:04  cri
মে ২৫: মার্কিন নেভাল একাডেমির প্রফেসর টম নিকোলস সম্প্রতি ইউএস টুডে পত্রিকায় এক প্রবন্ধ প্রকাশ করেন। প্রবন্ধে তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের কূটনীতি বিশ্লেষণ করেন। তার মতে, মার্কিন কূটনীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ইস্যুতে প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ছায়া দেখা যাচ্ছে।

বোল্টনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কূটনীতি দ্রুতগতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যখন তিনি জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি ছিলেন, তখন তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী জাতিসংঘ ভূমিকা পালন করবে। জাতিসংঘ এমন হওয়া উচিত। এ ছাড়া তিনি বার বার যুক্তরাষ্ট্রের প্রধান তথ্যমাধ্যমে বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ও ইরানের ওপর সামরিক আঘাত হানবে।

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরও বোল্টন অব্যাহতভাবে বড় বড় কথা বলে যাচ্ছেন। তিনি বলেছিলেন, চীনের রকেট রাশিয়ার জন্য হুমকি। তবে রাশিয়া তার কথা নাকচ করে দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি, চীন নয়। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্র আগে মিথ্যা অজুহাতে ইরান যুদ্ধ শুরু করছে, বোল্টন হলেন সেই যুদ্ধ সৃষ্টিকারীর অন্যতম।

বোল্টনের মত এমন মানুষের কারণেই মার্কিন কূটনীতি বিপদের দিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সম্মুখীন ঝুঁকিও বড় হচ্ছে। (শুয়েই/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040