মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর প্রয়োজন নেই: ডোনাল্ড ট্রাম্প
  2019-05-24 18:52:25  cri
মে ২৪: মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ-কথা বলেছেন।

তিনি বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোতে কোনো সমস্যা নেই।

এদিন মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান সাংবাদিকদের বলেন, এর আগে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও ৫ থেকে ১০ হাজার সেনা পাঠাবে- মার্কিন গণমাধ্যমে এ খবর বের হয়। এটি সঠিক নয় বলে জানান তিনি। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যের সামরিক সামর্থ্য জোরদার করছে। এতে সেনা বাড়ানোর সম্ভাবনা আছে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040