বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক সংঘাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার অবনতি ঘটছে: জাতিসংঘ মহাসচিব
  2019-05-24 11:11:57  cri
মে ২৪: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস নিরাপত্তা পরিষদের এক প্রকাশ্য সভায় সতর্ক করে দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবতাবাদী আইনের কাঠামো ধীরে ধীরে উন্নত হলেও, বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক সংঘাতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার অবনতি ঘটছে।

মহাসচিব বলেন, চলতি বছর জেনিভা চুক্তির ৭০তম বার্ষিকী এবং নিরাপত্তা পরিষদে সশস্ত্র সংঘর্ষে বেসামরিক নাগরিকদের রক্ষাসংক্রান্ত এজেন্ডা গৃহীত হবার ২০তম বার্ষিকী। অথচ এখনও সশস্ত্র সংঘর্ষে হতাহত বেসামরিক নাগরিকের সংখ্যা অনেক বেশি। ২০১৮ সালে আফগানিস্তান, ইরাক, মালি, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমনে বিভিন্ন সংঘর্ষে বেসামরিক নাগরিক নিহত হয় ২২ হাজার ৮০০ জনেরও বেশি। সংঘর্ষে বহু লোক গৃহহারা হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক মানবতাবাদী আইন সবাই মেনে চলছে না। কোনো কোনো দেশ বা অঞ্চলে প্রকাশ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকল দেশের প্রতি বেসামরিক নাগরিকদের রক্ষায় যথাযথ ব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানান। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040