'জি-২০ বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ডব্লিউটিও-র সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে'
  2019-05-24 10:04:12  cri
মে ২৪: জি-২০ বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৮ ও ৯ জুন জাপানে অনুষ্ঠিত হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, চলতি বছরের জি-২০ বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিশ্বব্যাপী বাণিজ্য উন্নয়ন, ব্যবসার পরিবেশ উন্নত করা, টেকসই ও সমেত প্রবৃদ্ধি, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, এবং বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতির প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।

মুখপাত্র বলেন, সম্মেলনে বহুপক্ষবাদ ও অবাধ্য বাণিজ্যের পক্ষে এবং একতরফাবাদ ও বাণিজ্যে সংরক্ষণবাদের বিরুদ্ধে কথা বলবে চীন। পাশাপাশি, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র প্রয়োজনীয় সংস্কারের জন্য প্রস্তাব দেবে।

কাও ফেং আরও বলেন, ই-কমার্সের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে আরও সক্রিয়, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য পরিবেশ তৈরি করার ওপর চীন গুরুত্বারোপ করবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040