চীনে 'রেয়ার আর্থ' উত্পাদন চেইন গড়ে তোলা হয়েছে
  2019-05-23 19:05:43  cri
মে ২৩: বেশিরভাগ ইলেকট্রনিক্স পণ্যের গুরুত্বপূর্ণ উপকরণ এবং বিশ্বের অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান 'রেয়ার আর্থ' পদার্থ। চীন বিশ্বের বৃহত্তম 'রেয়ার আর্থ' মজুদকারী দেশ। চীনে সম্পূর্ণ 'রেয়ার আর্থ' উত্পাদন চেইন গড়ে তোলা হয়েছে। চীনের 'রেয়ার আর্থ' রপ্তানি বিশ্বব্যাপী নতুন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে, 'রেয়ার আর্থ' পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই, চীন বর্তমান 'রেয়ার আর্থ' উত্পাদন জোরদার করছে।

এ সম্পর্কে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা একাডেমি কমিটির উপপরিচালক চাং চিয়ান ফিং সম্প্রতি সাংবাদিককে বলেন, 'রেয়ার আর্থ' অনেক অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তির পণ্য; বিশেষ করে, মহাকাশ-সংক্রান্ত পণ্যের প্রয়োজনীয় অনুঘটক। কিন্তু, 'রেয়ার আর্থের' মজুদ খুব কম দেশেই রয়েছে। সেজন্য, বিশ্বব্যাপী- বিশেষ করে অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পের উন্নত দেশগুলো এর ওপর বেশি গুরুত্ব দেয়।

২০১৬ সালে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, চীনে 'রেয়ার আর্থ' পদার্থের মজুদ ছিল ৪.৪ কোটি টন। যা বিশ্বের মোট মজুদের ৩৬.৫ শতাংশ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা একাডেমির আন্তর্জাতিক বাজার গবেষণালয়ের উপপরিচালক বাই মিং বলেন, এ পণ্য রপ্তানি চীনের 'রেয়ার আর্থ' শিল্পের টেকসই উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040