'বেইজিং আন্তর্জাতিক টেলিভিশন সেমিনার-২০১৯' শুরু
  2019-05-23 19:02:21  cri
মে ২৩: আজ (বৃহস্পতিবার) চায়না মিডিয়া গ্রুপ—সিএমজি'র উদ্যোগে 'বেইজিং আন্তর্জাতিক টেলিভিশন সেমিনার-২০১৯' বেইজিংয়ে শুরু হয়েছে। গণমাধ্যম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের ৫ শতাধিক বিশেষজ্ঞ ও পণ্ডিত এ সেমিনারে অংশ নিয়েছেন।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সিএমজি'র প্রযুক্তি কেন্দ্র ও শাংহাই জিয়াওথং বিশ্ববিদ্যালয় 'কৌশলগত সহযোগিতা চুক্তি' স্বাক্ষর করেছে। সংস্থা দু'টি যৌথভাবে 'আল্ট্রা হাই ডেফিনেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার গণমাধ্যম অ্যাপ্লিকেশন পরীক্ষাগার' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুযায়ী দু'টি সংস্থা 'আল্ট্রা হাই ডেফিনেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা'সহ বিভিন্ন প্রযুক্তি নিয়ে গবেষণার ক্ষেত্রে সহযোগিতা ও নব্যতাপ্রবর্তন করবে।

সিএমজি'র এক কর্মকর্তা জানান, ৫জি যুগ শুরু হয়েছে। আমাদের উচিত ঐতিহাসিক এ সুযোগ কাজে লাগিয়ে মৌলিক প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া, ইতিবাচকভাবে '৫জি+৪কে+এআই' নতুন কৌশলগত কাঠামো গঠন করা এবং ৫জি মোবাইল ইন্টারনেটের জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার পরীক্ষা ও ব্যবস্থাপনা জোরদার করা। এ ছাড়া, বিভিন্ন গণমাধ্যম ও মহলের সহযোগিতা জোরদার করা হবে বলে জানান তিনি।

শাংহাই জিয়াওথং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিমত্তাসম্পন্ন গণমাধ্যম, ইমেজ বিশ্লেষণ, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসের ক্ষেত্রে গবেষণায় অনেক অগ্রগতি হয়েছে। সিএমজি'র সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন গবেষণা ক্ষেত্র প্রতিষ্ঠা এবং বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তনে নির্দেশনা দেবে শাংহাই জিয়াওথং বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বেইজিং আন্তর্জাতিক টেলিভিশন সেমিনার চলবে দু'দিন।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040