চীন ও উজবেকিস্থানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
  2019-05-23 18:59:10  cri
মে ২৩: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের নেতাদের নির্দেশনায় দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক উন্নত হয়েছে। গত মাসে প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভ চীনে "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে" অংশ নেন। তাঁর উত্থাপিত গঠনমূলক প্রকল্পের প্রশংসা করে চীন। চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উজবেকিস্তানের জাতীয় উন্নয়নকৌশলের সঙ্গে সংযুক্ত করতে চায়।

বৈঠকে কামিলভ বলেন, উজবেকিস্তান দৃঢ়ভাবে 'এক চীন নীতিতে' অবিচল রয়েছে। সিনচিয়াংয়ে চরমপন্থা নির্মূল ব্যবস্থায় চীনের প্রতি সমর্থন জানান তিনি। চীনের সঙ্গে শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে সমঝোতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে ইচ্ছুক উজবেকিস্তান।

এসময় তাঁরা আফগানিস্তান সমস্যা নিয়েও মতবিনিময় করেছেন।

(ছাই/তৌহিদ/স্বর্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040