চীন আগের মতো ভবিষ্যতেও দেশি-বিদেশি কোম্পানির জন্য সমান ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
  2019-05-23 16:20:14  cri

মে ২৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিং সফররত সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হেং সুই কিটের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, চীন আগের মতো ভবিষ্যতেও দেশি-বিদেশি কোম্পানির জন্য সমান ব্যবস্থা নেবে এবং ন্যায় প্রতিযোগিতা ও সহযোগিতার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলবে।

লি খ্য ছিয়াং বলেন, চীনের উন্মুক্তকরণ দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে এবং বিশ্বের উন্নয়নে অনেক সুযোগ সৃষ্টি করেছে। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশকে চীনে বিনিয়োগ অব্যাহত রাখায় স্বাগত জানায় চীন।

তিনি বলেন, বর্তমান চীন-সিঙ্গাপুর সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। সিঙ্গাপুরের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রেখে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং সিঙ্গাপুরের উন্নয়ন কৌশল সংযুক্ত করে বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন, স্মার্ট শহর ও স্থানীয় সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক চীন।

হেং সুই কিট বলেন, আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত ৩০তম বার্ষিকী। চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায় সিঙ্গাপুর।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040