এসসিও-র সদস্যরা চীন-মার্কিন বাণিজ্য-সংঘাতে বেইজিংয়ের অবস্থান সমর্থন করেছে: ওয়াং ই
  2019-05-23 14:03:28  cri
মে ২৩: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি চীন-মার্কিন বাণিজ্য-সংঘাতে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং সদস্যরাষ্ট্রগুলো চীনের অবস্থানকে সমর্থন করেছে। তিনি গতকাল (বুধবার) এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

ওয়াং ই বলেন, চীন-মার্কিন বাণিজ্য-সংঘাত আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র চীনের যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে চলেছে। মার্কিন প্রশাসন একতরফা চাপ প্রয়োগের মাধ্যমে চীনকে বশে আনতে চায়।

ওয়াং ই জানান, সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে প্রকাশিত সর্বশেষ যৌথ-ঘোষণায় একতরফাবাদ ও বাণিজ্যে সংরক্ষণবাদের তীব্র বিরোধিতা করা হয়েছে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040