বিশকেকে ওয়াং ই'র সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  2019-05-23 11:13:15  cri
মে ২৩: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি'র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন-পাকিস্তান কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কারণে গভীরতর হয়েছে। দু'পক্ষের উচিত দু'দেশের নেতাদের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা, উচ্চ পর্যায়ের বিনিময় বাড়ানো, কার্যকর সহযোগিতা গভীরতর করা, এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে সচেষ্ট হওয়া।

দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদদমনে পাক সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন ওয়াং ই। তিনি আশা করেন, পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে পাক সরকার।

জবাবে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে পরবর্তী পর্যায়ে দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময়ের ধারাকে নিয়ে যেতে চায় তাঁর দেশ। সন্ত্রাসবাদ দমনে চীনের উদ্বেগ হচ্ছে পাকিস্তানের উদ্বেগ।

সাক্ষাতে দু'নেতা আফগান ইস্যুতেও মত বিনিময় করেন। তাঁরা একমত হন যে, সমন্বয় জোরদার করে আফগান সমস্যার দ্রুত রাজনৈতিক সমাধান করতে হবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040