ম্যালেরিয়া নির্মূল করায় আলজেরিয়া ও আর্জেটিনাকে হু'র বিশেষ সনদ প্রদান
  2019-05-23 11:02:31  cri
মে ২৩: ম্যালেরিয়া নির্মূল করায় আলজেরিয়া ও আর্জেটিনাকে বিশেষ সনদ প্রদান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মরিশাসের পর আলজেরিয়া দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে এই সনদ পেলো। আর আর্জেটিনা হচ্ছে ৪৫ বছর পর দক্ষিণ আমেরিকার প্রথম দেশ যে এই সনদ পেলো। এক্ষেত্রে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে সর্বশেষ এ সনদ পেয়েছিল।

ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার প্রধান কারণ ১৮৮০ সালে আলেজেরিয়ায় চিহ্নিত করা হয়। একুশ শতকের ষাটের দশকে ম্যালেরিয়া দেশটির জনস্বাস্থ্যের জন্য মূল হুমকি হয়ে দেখা দেয়। সেই থেকে প্রতিবছর এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ৮০ হাজার। হু মনে করে, আলজেরিয়া ম্যালেরিয়ামুক্ত হয়েছে চিকিত্সকদের দক্ষতার কারণে।

এদিকে হু-র হিসেব অনুসারে, ২০১৭ সালে বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২১ কোটি ৯০ লাখ। আক্রান্তদের মধ্যে ৪ লাখ মারা যায়। নিহতদের মধ্যে ৬০ শতাংশ হচ্ছে ৫ বছরের কম বয়সী শিশু। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040