মার্কিন প্রশাসন হুয়াওয়েই দমনে অযৌক্তিকভাবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে: ওয়াং ই
  2019-05-23 10:53:46  cri
মে ২৩: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মার্কিন প্রশাসন চীনা টেক জায়ান্ট হুয়াওয়েই-কে দমনে অযৌক্তিকভাবে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। এ আচরণ এক ধরনের অর্থনৈতিক তর্জন। গতকাল (বুধবার) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওয়াং ই বলেন, বর্তমানে মার্কিন প্রশাসন চীনের বৈধ উন্নয়নের অধিকার স্বীকার করতে চায় না; উল্টো চীনের উন্নয়ন-প্রক্রিয়ায় বাধা দিতে চায়। হুয়াওয়েইর বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞা তার প্রমাণ। কিন্তু মার্কিন একতরফা অন্যায় আচরণ আন্তর্জাতিক সমাজের সমর্থন পাবে না।

ওয়াং ই আরও বলেন, এবারের সম্মেলনে যেই যৌথ ইশতাহার প্রকাশিত হয়েছে, তাতে একতরফাবাদ ও বাণিজ্যে সংরক্ষণবাদের বিরুদ্ধে বলা হয়েছে। ইশতাহারে আরও বলা হয়েছে, ডিজিটাল অর্থনীতি ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কল্যাণমূলক সহযোগিতাকে প্রমোট করতে হবে এবং এক্ষেত্রে সব ধরনের বৈষম্যমূলক আরচণ প্রতিরোধ করতে হবে।

(তুহিনা/আলিম/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040