বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ওয়াং ই
  2019-05-23 10:22:27  cri
মে ২৩: গতকাল (বুধবার) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সম্মেলনে তিনি বলেন, গত বছর ছিংতাও শীর্ষ সম্মেলনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সদস্যদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতি অর্জিত হয়েছে। একতরফাবাদ, সংরক্ষণবাদ ও ঠাণ্ডাযুদ্ধের চিন্তাধারার প্রভাবে আন্তর্জাতিক ব্যবস্থা ও বিধিমালা লঙ্ঘনকারী তত্পরতা বৃদ্ধির প্রেক্ষাপটে, শাংহাই সহযোগিতা সংস্থার উচিত গঠনমূলক ভুমিকা পালন করে নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অবদান রাখা।

এসময় সংস্থার অভ্যন্তরীণ সহযোগিতা জোরদারে ৫-দফা পরামর্শ দেন ওয়াং ই। তিনি বলেন, পারস্পরিক আস্থা বাড়াতে হবে; নিরাপত্তা খাতে সহযোগিতা গভীরতর করতে হবে; বাস্তব সহযোগিতার মাধ্যমে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে; মানবীয় যোগাযোগ বাড়াতে হবে; এবং আন্তর্জাতিক দায়িত্ব পালন করে বিশ্বে সংস্থার প্রভাব বাড়াতে হবে। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040