চীনের পারমাণবিক অস্ত্র অন্য দেশের জন্য হুমকি নয়: জেনিভায় বিশেষ দূত
  2019-05-23 10:16:58  cri
মে ২৩: চীনের নিরস্ত্রীকরণসংক্রান্ত বিশেষ দূত লি সুং গতকাল (বুধবার) জেনিভায় এক নিরস্ত্রীকরণ সম্মেলনে বলেছেন, পারমাণবিক শক্তিধর পাঁচটি দেশের মধ্যে চীনের পারমাণবিক শক্তিসংশ্লিষ্ট কৌশল ও নীতি সবচেয়ে স্বচ্ছ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র 'অস্বচ্ছতার' যে-অভিযোগ তুলছে, তা ভিত্তিহীন। চীনের পারমাণবিক অস্ত্র অন্য কোনো দেশের জন্য হুমকি নয়।

লি সুং বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটেছে। একতরফাবাদ ও হুমকি-ধামকি আধিপত্যবাদের প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। কোনো কোনো দেশ নিজের প্রাধান্য ও নিরাপত্তার স্বার্থকে আন্তর্জাতিক নিয়ম ও নীতিনিষ্ঠার ওপরে স্থান দিচ্ছে, বিনা দ্বিধায় আন্তর্জাতিক চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে, নিজের প্রতিরক্ষাশক্তি জোরদার করছে, পৃথিবীর বিভিন্ন স্থানে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করছে, এবং অস্ত্র প্রতিযোগিতায় উত্সাহ দিচ্ছে।

লি আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় নিজেকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করছে। অথচ চীনের যুক্তিযুক্ত প্রতিরক্ষা কার্যক্রম নিয়ে দেশটির ব্যাপক আপত্তি। বাস্তবতা হচ্ছে, চীন যুক্তরাষ্ট্র নয় এবং কোনোদিন হবেও না। চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ ভিত্তিহীন।

লি সুং আশা করেন, চলমান পরিস্থিতিতে স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী ৫টি দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040