ডোনাল্ড ট্রাম্প সরকার আন্তর্জাতিক আইনগত প্রশাসনের বড় হুমকি: মার্কিন বিশেষজ্ঞ
  2019-05-22 19:08:47  cri
মে ২২: মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি শ্যাস চীনা সাংবাদিককে দেওয়া সাক্ষাত্কারে বলেন, মার্কিন সরকারের বর্তমান তত্পরতা খুবই বিপজ্জনক। তার মতে, ডোনাল্ড ট্রাম্প সরকার আন্তর্জাতিক আইনগত প্রশাসনের জন্য বড় হুমকি। চীনের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়েইয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জন্য সমবেদনা জানান তিনি।

সাক্ষাত্কারে তিনি বলেন, চীন শত্রু না। চীন শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প সরকারের বর্তমান লক্ষ্য হলো, চীনের উন্নয়ন রোধ করা। এটি যুক্তরাষ্ট্র- এমনকি, সারা বিশ্বের জন্য সর্বনাশা পথ।

প্রযুক্তির উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর সঠিক সিদ্ধান্ত। চীন জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর একই ধরনের উন্নয়নকৌশল নিয়েছে। চীন কখনও কোনো অস্বাভাবিক তত্পরতাও করেনি। কিন্তু, যুক্তরাষ্ট্র বরাবরই চীনের বিরুদ্ধে প্রযুক্তি চুরির মিথ্যা অভিযোগ করে। এর কোনো প্রমাণ নেই।

চীনের একমাত্র অপরাধ হলো, দেশটিতে ১৪০ কোটি মানুষ রয়েছে। আসলে চীন বা যুক্তরাষ্ট্র কেউ বর্তমান বিশ্বে কর্তৃত্ব করতে পারবে না। কারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যাপী আরও দ্রুত ও গভীরভাবে ছড়িয়ে পড়বে।

এক্ষেত্রে, সহযোগিতা করলে অভিন্ন কল্যাণ অর্জিত হবে। বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হবে না। দু'দেশের জন্যই তা ক্ষতিকর। চীনের সঙ্গে সহযোগিতা করলে যুক্তরাষ্ট্র সাফল্য অর্জন করতে পারবে। শান্তি ও অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বেশি সুযোগ পাওয়া যাবে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040