চীনের সেবা বাণিজ্যের গড় বৃদ্ধির হার বৈশ্বিক হারের চেয়ে বেশি
  2019-05-22 19:07:05  cri
মে ২২: ২০১৮ সালে চীনের জিডিপিতে সেবা শিল্পের হার ছিল ৫২.২ শতাংশ। সেবা খাত সত্যিই চীনের বৃহত্তম শিল্প ও অর্থনীতি বৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। বর্তমান চীন বিশ্বের দুইশ'রও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে সেবা বাণিজ্য-কেন্দ্রিক যোগাযোগ রেখেছে।

চীনা উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং বিং নান আজ (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীন আলাদাভাবে সেবা বাণিজ্য উন্নয়ন জোরদারে ধারাবাহিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে। এ সম্পর্কে ওয়াং বিং নান বলেন, বিশ্বব্যাপী সেবা অর্থনীতির যুগ শুরু হয়েছে। সেবা শিল্প বিশ্ব অর্থনীতি বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। ডিজিটাল অর্থনীতি ব্যাপকভাবে প্রচার করা, ডিজিটাল প্রযুক্তি দ্রুত উন্নত করা, উত্পাদিত শিল্প ও সেবা শিল্প গভীরভাবে সংযুক্ত করা এবং সেবার আউটসোর্সিং জোরদারের পাশাপাশি সেবা বাণিজ্যের অভূতপূর্ব উন্নয়নের সুযোগ এসেছে। বর্তমানে চীনে সেবা অর্থনীতির দ্রুত পরিবর্তন হচ্ছে।

এদিকে, বেইজিংয়ের ডেপুটি মেয়র ওয়াং হং বলেন, চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। তখন ১৩০টি দেশ ও অঞ্চলের প্রতিষ্ঠান ও সংস্থা এ মেলায় অংশ নেবে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040