চীনা প্রেসিডেন্টের চিয়াংসি পরিদর্শন; মধ্যাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নে চেষ্টা চালানোর নির্দেশনা
  2019-05-22 19:02:22  cri

মে ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০ থেকে ২২ মে পর্যন্ত চিয়াংসি প্রদেশ পরিদর্শন করেছেন। পরিদর্শনে তিনি প্রথমে কানচৌ শহরে অবস্থিত চিনলি ম্যাগ রেয়ার-আর্থ কোম্পানি সফর করেন। প্রেসিডেন্ট সি সেখানকার উত্পাদন এবং কানচৌ শহরের রেয়ার-আর্থ শিল্প উন্নয়নের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন।

তারপর তিনি চীনের কেন্দ্রীয় লাল ফৌজের ঐতিহাসিক লং মার্চ শুরুর এলাকা কানচৌ শহরের ইয়ুদু জেলা পরিদর্শন করেন। তিনি কেন্দ্রীয় লাল ফৌজের 'লং মার্চ স্মৃতিসৌধে' পুষ্পমাল্য অর্পণ করেন এবং অংশগ্রহণকারী সেনার বংশধর ও বিপ্লবী শহীদ পরিবারের খোঁজ-খবর নেন।

এরপর প্রেসিডেন্ট সি কেন্দ্রীয় লাল ফৌজের লং মার্চ জাদুঘর পরিদর্শন করেন। যাদুঘরে তিনি বলেন, অসংখ্য বিপ্লবী রক্ত দিয়ে গণপ্রজাতন্ত্রী চীন গড়ে তুলেছেন। বর্তমানে আমাদের রাষ্ট্র উন্নত হচ্ছে, জনগণের জীবনযাত্রার বাড়ছে। আমাদের উচিত বিপ্লবী বীরদের ভুলে না যাওয়া।

ইয়ুদু জেলার জিশান থানার থানথৌ গ্রামটির ৭শ' বছরেরও বেশি ইতিহাস রয়েছে। ২০১৭ সালে গ্রামটি দারিদ্র্যমুক্ত হয়। প্রেসিডেন্ট সি গ্রামটি পরিদর্শন করেন। তিনি শহীদ পরিবারের বংশধর সুন গুয়ানের পরিবারে যান। তিনি তাদের সঙ্গে কথা বলেন। সুন গুয়ানের পরিবার গত বছর ৭০ হাজার ইউয়ানেরও বেশি আয় করেছে। এ তথ্য শুনে প্রেসিডেন্ট সি খুবই খুশি হন। তিনি বলেন, সিপিসি'র সঙ্গে মহা-সমৃদ্ধি বাস্তবায়িত হবে; জীবন আরও সুন্দর হবে।

মঙ্গলবার বিকেলে তিনি নানছাংয়ে মধ্যাঞ্চল উন্নয়নসংক্রান্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি শানসি, আনহুই, চিয়াংসি, হ্যনান, হুপেই এবং হুনানসহ ৬টি প্রদেশের প্রতিনিধিদের মন্তব্য শোনেন। তিনি জোর দিয়ে বলেন, মধ্যাঞ্চলের উন্নয়ন বাস্তবায়ন করা হলো কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ।

তিনি জোর দিয়ে বলেন, মধ্যাঞ্চলের উন্নয়নের জন্য নিজস্ব উদ্ভাবন ও নব্যতাপ্রবর্তন শক্তি উন্নত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা ছাড়া, সবুজ উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে মধ্যাঞ্চলের গুণগতমান উন্নয়ন নিশ্চিত করা যাবে।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040