নেপালে চীনের বৈশিষ্ট্যময় 'তিব্বতি সাংস্কৃতিক কেন্দ্র' চালু
  2019-05-22 19:00:27  cri
মে ২২: নেপালে 'চীনের বৈশিষ্ট্যময় তিব্বতি সাংস্কৃতিক শিল্প জানালা' শীর্ষক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ব্যুরো গতকাল (মঙ্গলবার) কাঠমান্ডুতে নেপালের থিয়ানলি প্রকাশনালয় ও সাংস্কৃতিক কোম্পানির সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ব্যুরোর উপপরিচালক সাংবু ও নেপালের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বিরাজ বিস্টা 'চীনের তিব্বতি বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক শিল্প জানালা‌-নেপাল' চালু করেন। কেন্দ্রের মাধ্যমে নেপালের মানুষ প্রকৃত তিব্বত ও উন্নত তিব্বত সম্পর্কে জানতে পারবেন এবং দু'দেশের জনগণের মৈত্রী জোরদার হবে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040