চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মূল কারণ হলো শিক্ষার ভিন্ন মান: হুয়াওয়েই সিইও
  2019-05-22 16:21:37  cri

মে ২২: চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মূল কারণ হলো শিক্ষার ভিন্ন মান। মৌলিক শিক্ষা এবং পেশাগত শিক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। হুয়াওয়েই প্রতিষ্ঠাতা ও সিইও রেন চেং ফেই গতকাল (মঙ্গলবার) হুয়াওয়ে সদরদপ্তরে এক সাক্ষাত্কারে এ-কথা বলেছেন।

সাক্ষাত্কারে তিনি বলেন, একটি দেশ শক্তিশালী হওয়ার ভিত্তি হলো হার্ডওয়ার। যেমন: রেলপথ, সড়ক, যোগাযোগ ব্যবস্থা, শহর নির্মাণ এবং পানি সরবরাহ ইত্যাদি। কিন্তু হার্ডওয়ারের কোন চেতনা নেই। চেতনা থাকে সংস্কৃতি, দর্শন, শিক্ষা এবং মানুষের শিক্ষার ক্ষেত্রে।

তিনি বলেন, মানবসমাজ অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে হুয়াওয়ের উত্পাদন লাইনে কোনো মানুষ দেখা যায় না। ভবিষ্যতে শত শত বা হাজার হাজার এমন উত্পাদন লাইন তৈরি হবে। কোনো মানুষ যদি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ না করে, ভবিষ্যতে কর্মী হিসেবে তার চাকরি করার সুযোগও থাকবে না। দেশের ভবিষ্যত বদলে দিতে হলে মানুষকে উপযুক্ত শিক্ষাগ্রহণ করতে হবে। বাণিজ্যযুদ্ধে জিততে হলে একটি দেশকে উন্মুক্ত হতে হবে, তার মানে নিজেকে শক্তিশালী থাকতে হবে, উপযুক্ত শিক্ষাগ্রহণ করতে হবে।

৫জি প্রযুক্তি সম্পর্কে রেন চেং ফেই বলেন, ৫জির জন্য দু'টি মানদণ্ড থাকবে না। মানুষ অনেক কষ্ট করে একটি মানদণ্ড তৈরি করেছে। সেটি হলো, 'অভিন্ন বৈশ্বিক ক্লাউড সামাজিক পরিষেবা'।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040