বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতি উন্নয়নের জন্য ক্ষতিকর: জাতিসংঘ
  2019-05-22 16:14:28  cri
মে ২২: জাতিসংঘ গতকাল (মঙ্গলবার) '২০১৯ বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদন' প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক উত্তেজনা, অনিশ্চিত নীতি এবং বাণিজ্যিক আস্থা দুর্বল হওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ব অর্থনীতি সার্বিকভাবে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, দেশীয় ও আন্তর্জাতিক কারণে বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক সত্তা এবং অধিকাংশ উন্নয়নশীল অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বছরের প্রথম দিকের ৩ শতাংশ থেকে কমিয়ে ২.৭ শতাংশ করা হয়েছে। বাণিজ্যযুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার গত বছরের ৩.৪ শতাংশ থেকে কমে ২.৭ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040