বাণিজ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে: ওইসিডি
  2019-05-22 10:38:35  cri
মে ২২: অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও আর্থিক দুর্বলতা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করবে। গতকাল (মঙ্গলবার) প্যারিসে প্রকাশিত সংস্থার সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা রিপোর্টে এ মন্তব্য করা হয়।

রিপোর্টে বলা হয়, ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতিতে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে এবং ২০২০ সালে প্রবৃদ্ধি হবে ৩.৪ শতাংশ। তা ছাড়া, ২০১৯ সালে বৈশ্বিক বাণিজ্যে প্রবৃদ্ধির হার ২.১ শতাংশে নেমে যাবে, যা বিগত দশ বছরে সবচেয়ে কম প্রবৃদ্ধি।

একইদিনে ওইসিডি'র মহাপরিচালক অ্যাঞ্জেল গুরিয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বাণিজ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টি করে। এতে পুঁজি বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040