লি জাতি
  2019-05-22 09:19:08  cri

লি জাতির লোকসংখ্যা ১,২৪৭,৮১৪। তারা মূলত হাইনান প্রদেশের লিং সুই, পাও থিং, সান ইয়া শহর ও জেলায় বাস করে। বাকিরা হাইনান প্রদেশের অন্য কয়েকটি শহর ও জেলা এবং কুইচৌ প্রদেশে বাস করে।

লি জাতি হাইনান দ্বীপের আদিম অধিবাসী। হান জাতির মানুষ লি জাতিকে 'লি' বলে ডাকে এবং লি জাতি হান জাতিকে ডাকে 'মেই'। 'মেই' মানে 'অতিথি'। লি জাতির মানুষ নিজেকে হাইনান দ্বীপের আদিম নিবাসী এবং হান জাতিকে 'অতিথি' হিসেবে গন্য করে।

হা, ছি, রুন, সাইসহ নানান নাম আছে এ জাতির মানুষের। তবে তারা 'সাই' নাম বেশি ব্যবহার করে। 'সাই' এ জাতির নির্দিষ্ট একটি নামও ছিল। লি ভাষা চুয়াং জাতি ও থং জাতির ভাষার একটি শাখা। তারা হান ভাষাও বলতে পারে। লি জাতির লিখিত অক্ষর ছিল না। ১৯৫৭ সালে তৈরি করা হয় লি ভাষার পিনইন।

লি জাতিঅধ্যুষিত এলাকা হাইনান দ্বীপের উপ-ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং এখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ও চিরহরিৎ। বৃষ্টিপাত ও উর্বর মাটি প্রচুর। কোনো কোনো অঞ্চলে এক বছর তিনবার ধান ফলে। ভুট্টা ও মিষ্টি আলু সারা বছর চাষ করা যেতে পারে। এখানে নারকেল, বেত ল্যাং, সিসাল, লেমোংগ্রাস, কোকো, কফি, রাবার, কলা, আনারস, কাঁঠাল, আম প্রচুর ফলে।

লি জাতির সংস্কৃতি বৈশিষ্ট্যপূর্ণ। লি জাতির নারীর বস্ত্রবয়ন প্রযুক্তি বিশ্ববিখ্যাত। বিশেষ করে তাদের 'কাপক' (Kapok) বস্ত্রবয়ন প্রযুক্তি চীনের বস্ত্রবয়ন শিল্প উন্নয়নে অবদান রেখেছে। লি জাতির মানুষের ওষুধ ও চিকিত্সার জ্ঞানও সমৃদ্ধ। তাদের প্রত্যেক লোকচিকিত্সক শতাধিক ধরনের হার্বাল ঔষধ চেনেন।

লি জাতির মানুষ প্রাচীনকাল থেকে এক ধরনের পঞ্জিকা ব্যবহার করে আসছে। তাদের পঞ্জিকা অনুসারে, প্রতি ১২ দিন একটি চক্র এবং প্রতিদিন একটি পশুর নাম দিয়ে নামকরণ করা হয়; যেমন: মুরগি দিন, কুকুর দিন, গরু দিন, পোকা দিন, ইত্যাদি।

লি জাতির পোশাক বিশেষ করে নারীর পোশাকে বৈচিত্র্য বেশি। আগে পোশাকের মাধ্যেম লি জাতির বিভিন্ন উপজাতিকে আলাদা করা যেত।

লি জাতির মানুষ মূলত ভাত খায়। শান লান নামক এক ধরনের চাল লি জাতিঅষ্যুধিত এলাকার বিশেষ কৃষিপণ্য। কাচা মাছ ও মাংসের সঙ্গে চালের গুঁড়া ও কিছু লবণ মিশিয়ে তৈরি করা হয় লি জাতির বিশেষ একটি খাবার।

লি জাতির মানুষদের মধ্যে যাদের পারিবারিক নাম এক—তারা সাধারণত একসাথে বাস করে। নৌকা আকারের খড়ের বাড়িঘর তাদের ঐতিহ্যিক বাড়ি। বাঁশ ও ডালপালা দিয়ে এর কাঠামো তৈরি করা হয়। কাদা দিয়ে ঘরের দেওয়াল তৈরি হয় এবং ছাদ তৈরি করা হয় খড় দিয়ে।

লি জাতির মানুষ ভাল গান ও নাচ করতে পারে। সবাই লোকসংগীত গাইতে পারে। তারা যে-কোনো দৃশ্য বা বস্তু নিয়ে তাত্ক্ষণিকভাবে গান রচনা করতে উস্তাদ।

দীর্ঘ লাঠি নাচ লি জাতির বিশেষ এক ধরনের নাচ। মাটিতে রাখা দুটি লাঠির উপর নাচেন শিল্পীরা। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040