'এক অঞ্চল, এক পথ' সারা বিশ্বের সম্পদের ন্যায্য ও কার্যকর ভোগ নিশ্চিত করবে: দ্য ৪৮ গ্রুপ ক্লাব
  2019-05-21 17:16:31  cri

মে ২১: যুক্তরাজ্যের দ্য ৪৮ গ্রুপ ক্লাবের চেয়ারম্যান স্টেফেন পেরি মনে করেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বের সম্পদ আরও ন্যায্য ও কার্যকরভাবে বিভিন্ন দেশ ভোগ করতে পারবে। তিনি মনে করেন, এ প্রকল্প নিয়ে যারা ভুল ধারণা পোষণ করেছিল তাদের সঠিকভাবে বোঝার সময় হয়েছে।

তিনি বলেন, "দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম" বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

কিছু পশ্চিমা গণমাধ্যম 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ নিয়ে অসত্য তথ্য প্রচার করেছিলো। জনাব পেরি বলেন, অবকাঠামো ক্ষেত্রে প্রথম দিকে অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়। কিন্তু সম্পূর্ণ হওয়ার পর তা ভবিষ্যত উন্নয়নের জন্য সুযোগ-সুবিধা দিতে পারে। অবকাঠামো উন্নত হলে অনুন্নত অঞ্চলে সম্পদের ব্যবহার আরও সহজ হবে। তাদের আরও সুযোগ হবে।

চীনা প্রেসিডেন্টের উত্থাপিত 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি' গঠনের ধারণার উচ্চ প্রশংসা করেন তিনি। পেরি বলেন, অনুন্নত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ বাড়িয়ে সন্ত্রাস কমানো যায় এবং স্থানীয় শান্তি ও স্থিতিশীলতার জন্য তা সহায়ক হয়।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040