চুং চেন থাও
  2019-05-21 16:14:20  cri

চুং চেন থাওয়ের ইংরেজি নাম কেনি বি। ১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের বিখ্যাত অভিনেতা ও কণ্ঠশিল্পী।

১৯৭৩ সালে চুং চেন থাও অন্য চারজন কন্ঠশিল্পী একসাথে 'উইনার' সংগীত ব্যান্ড গঠন করেছেন, তিনি ব্যান্ডের প্রধান গায়ক। ১৯৭৪ সালে 'উইনার' ব্যান্ড পলিগ্রাম (PolyGram ) সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ব্যান্ডের প্রথম গান সান শাইনার《SUN SHINER》প্রকাশ করে। এই গান প্রকাশের পর পরই হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। একই বছর ব্যান্ডের দ্বিতীয় গান শা-লা-লা-লা《Sha-La-La-La-La》রিলিজ হয়। গানটি হংকং-এর রেডিওর সংগীত তালিকার শীর্ষস্থান দখল করে থাকে টানা তিন সপ্তাহ।

১৯৭৪ সালে 'উইনার' ব্যান্ডের প্রথম অ্যালবাম লিসন টু দ্য উইনারস্‌ 《Listen to the wynners》বাজারে আসে। অ্যালবামটি হংকং ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভালো জনপ্রিয়তা পায়।

১৯৭৫ সালে ব্যান্ডের আরেকটি অ্যালবাম লাভ এন্ড আদার পিসেস 《Love and other pieces》 এবং আন্ডার দ্য লায়ন রক《Under the lion rock》প্রকাশিত হয়। একই বছর ব্যান্ডের প্রধান গায়ক চুং চেন থাও উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন।

১৯৭৮ সালে 'উইনার' ব্যান্ড ভেঙে দেয়া হয়। ব্যান্ডের সদস্যরা আলাদাভাবে নিজের কাজ শুরু করেন।

১৯৮৮ সালের ডিসেম্বর মাসে চুং চেন থাও ইউএফও রেকর্ডস (UFO Records) সংগীত কোম্পানিতে যোগ দেন। ১৯৮৯ সালে ইউএফও রেকর্ডস (UFO Records) সংগীত কোম্পানিতে যোগ দেয়ার পর তার প্রথম অ্যালবাম 'কবি ও প্রেমিকা' প্রকাশিত হয়। এই অ্যালবামের প্রধান গান 'আশা করি তুমি আমার চেয়ে ভালো জীবন কাটবে' চুং চেন থাওয়ের প্রতিনিধিত্বকারী গান। একই বছরের ডিসেম্বর মাসে চুং চেন থাওয়ের দ্বিতীয় অ্যালবাম রিলাক্টেন্ট (Reluctant) প্রকাশিত হয়।

১৯৮৯ সালের মার্চ মাসে চুং চেন থাওয়ের 'মানুষের ভিড়ে আমি নিজেই যাই' মুক্তি পায়। এর প্রধান গান 'আমি ইচ্ছুক' অনেক জনপ্রিয়তা পেয়েছে। একই বছর তিনি আরেকটি গান 'তারা দেখার সময়' প্রকাশ করেন।

১৯৯০ সালে চুং চেন থাও নিজের সংগীত স্টুডিও বি হাউস (BEE HOUSE) গঠন করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তার সংগীত স্টুডিও'র প্রথম অ্যালবাম উইথ দ্য উইন্ড (With the wind) মুক্তি পায়। সে বছর চুং চেন থাওয়ের আরেকটি অ্যালবাম 'অমর পাখি' (immortal পাখি) প্রকাশিত হয়।

১৯৯২ সালে UFO Records সংগীত কোম্পানিকে অধিগ্রহণ করে ওয়ার্নার মিউজিক গ্রুপ (Warner Music Group)। এভাবে চুং চেং থাও ওয়ার্নার মিউজিক গ্রুপে যোগ দেন। একই বছরের জুন মাসে চুং চেন থাওয়ের অ্যালবাম 'শুধুই তুমি আমার দুনিয়া বোঝো' প্রকাশিত হয়।

১৯৯২ সালের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে তিনি হংকংয়ে দুটি সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে চুং চেন থাওয়ের ষষ্ঠ অ্যালবাম- 'তোমার সুস্বাস্থ্য কামনা' প্রকাশিত হয়। বলা যায়, ৯০ দশকে চুং চেন থাওয়ের সংগীত জীবন বেশ সুষ্ঠু ছিল।

সংগীত মহলে যোগ দেওয়া থেকে এই পর্যন্ত চুং চেন থাও মোট ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন এবং ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক চুং চেন থাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040