চীনের পণ্যের উপর শুল্ক বাড়ানোর বিরোধিতা করেছে ১৭০টি মার্কিন জুতো কোম্পানি
  2019-05-21 15:58:47  cri

মে ২১: ১৭০টিরও বেশি মার্কিন জুতো কোম্পানি গতকাল (সোমবার) এক যৌথ চিঠিতে চীনের জুতো কোম্পানিগুলোকে বর্ধিত শুল্কের আওতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তাদের মতে, এ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত মার্কিন ভোক্তা ও অর্থনীতির জন্য ক্ষতিকর।

এ চিঠিতে আন্তর্জাতিক বড় ব্র্যান্ডও আছে, মাঝারি ও ক্ষুদ্র আকারের কোম্পানিও আছে; উত্পাদনকারী ও বিক্রেতা কোম্পানিও আছে। তাদের অভিন্ন মত হলো, শুল্ক বাড়ালে অবশেষে মার্কিন ভোক্তা, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

চিঠিতে বলা হয় 'যুক্তরাষ্ট্রের আমদানিকৃত জুতোর ওপর আদায় করা গড় শুল্ক হলো ১১.৩ শতাংশ। সবচেয়ে বেশি হলো ৬৭.৫ শতাংশ। এর ওপর ২৫ শতাংশ শুল্ক যুক্ত হলে, মার্কিন ভোক্তাদের জুতো কেনার সময় দ্বিগুণ দাম পরিশোধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পাইকারি জুতো ও খুচরা ব্যবসা সমিতির ধারণা অনুযায়ী, চীনা জুতোয় আমদানিশুল্ক বাড়ালে মার্কিন ভোক্তাদের প্রতি বছর বাড়তি ৭০০ কোটি মার্কিন ডলার খরচ হবে।(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040