চীন-ইইউ প্রথম বেসামরিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত
  2019-05-21 15:55:24  cri

মে ২১: গতকাল (সোমবার) চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রাসেলসে 'চীন-ইইউ বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা চুক্তি' এবং 'চীন-ইইউ বিমানসংক্রান্ত কয়েকটি চুক্তি' স্বাক্ষর করেছে। ইইউ'তে চীনের প্রতিনিধিদলের প্রধান জাং মিং জানান, এটি দু'পক্ষের প্রথম বেসামরিক বিমান চলাচল চুক্তি।

চীন ও ইইউ অনেক দিন ধরে বেসামরিক বিমান নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা চালাতে আগ্রহী ছিল। ২০১৩ সালের অগাস্ট থেকে সংশ্লিষ্ট আলোচনা শুরু হয়। এ দুটি চুক্তিতে বেসামরিক বিমান চলাচলের পরিবেশ রক্ষাসংক্রান্ত পর্যালোচনা এবং আকাশ নিয়ন্ত্রণ- ইত্যাদি বিষয় রয়েছে।

তিনি আরও জানান, এ দুটি চুক্তি স্বাক্ষর দু'পক্ষের উন্মুক্ত মনোভাবের প্রতিফলন। দু'পক্ষ উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনকে সমর্থন করে। বেসামরিক বিমান চলাচল ক্ষেত্রে সহযোগিতা এ মনোভাবের প্রতিফলন।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040