৭২তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু 
  2019-05-21 15:18:09  cri
স্থানীয় সময় গতকাল (সোমবার) ৭২তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন জেনিভায় শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ১৯৪টি দেশের স্বাক্ষরিত ‘আস্‌তানা ঘোষণা’ প্রাথমিক স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্যসেবার উদ্দেশ্য নিশ্চিত করে। প্রাথমিক স্বাস্থ্যরক্ষার মাধ্যমে বিভিন্ন দেশ অসংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে এবং সংক্রামক রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে পারে। ২০৩০ সালে ‘সার্বিক জাতীয় স্বাস্থ্যরক্ষা’ শীর্ষক লক্ষ্য বাস্তবায়নের জন্য আরও ‌এক কোটি ৮০ লাখ স্বাস্থ্যকর্মী লাগবে। এতে বিভিন্ন দেশে কর্মসংস্থানও সৃষ্টি হবে। আদহানম জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে, জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন চলাকালে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক জাতীয় স্বাস্থ্যবিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন করবে এবং চলতি বছরেই প্রতিষ্ঠিত হবে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা তহবিল’। উদ্বোধনী অনুষ্ঠান লাওসের স্বাস্থ্যমন্ত্রী বুনকং সাইহাভং সম্মেলনের চেয়ারম্যান নির্বাচিত হন। অনুষ্ঠানে ৫ জন ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন কমিটির প্রধানরাও নির্বাচিত হন।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040