নেপালের মধ্যাঞ্চলে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের উদ্বোধন
  2019-05-21 11:42:16  cri

মে ২১: নেপালের মধ্যাঞ্চলের গালছি জেলায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল (সোমবার)-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেপালি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং চীনা রাষ্ট্রদূত হৌ ইয়ান ছি উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত হৌ বলেন, বিশ্বায়নের যুগে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনা কোম্পানির সহায়তায় নেপালের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়িত হলে দেশটির টেলিযোগাযোগ খাতের ব্যাপক উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে নেপালি প্রধানমন্ত্রী ওলি বলেন, শান্তি, একতা ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে তাঁর দেশ এবং দেশের টেলিযোগাযোগ শিল্পও নতুন যুগে প্রবেশ করছে। তাঁর দেশের অবকাঠামো নির্মাণে সহায়তা দেওয়ায় চীন সরকার ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নেপালের টেলিযোগাযোগ শিল্পে দ্রুত উন্নয়ন ঘটেছে। চীনা শিল্পপ্রতিষ্ঠানের সহায়তায় গত বছরের জানুয়ারিতে চীন-নেপাল সীমান্তে টেলিযোগাযোগ-ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়। এর ফলে সীমান্তবর্তী দু'দেশের নাগরিকরা উন্নত টেলিযোগাযোগ সুবিধা ভোগ করছেন। (সুবর্ণা/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040