কাজের গতি বাড়াতেই মন্ত্রিসভায় রদবদল: সেতুমন্ত্রী
  2019-05-20 19:44:14  cri
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের কাজের গতি বাড়াতে সরকার মন্ত্রিসভায় রদবদল করেছে।

সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, কাজের সুবিধার জন্য বিশ্বের সব দেশেই এ ধরনের রদবদল একটি সাধারণ প্রক্রিয়া। প্রসঙ্গত সরকার গঠনের পাঁচ মাসের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মন্ত্রিসভায় রদবদল আনেন। এখন থেকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার শুধু ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বে থাকবেন। তথ্য যোগাযোগপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে শুধু স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্ব বর্তেছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ওপর। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্যপ্রতিমন্ত্রী হিসেবে বদলি করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040