সার্বিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলরের বৈঠক
  2019-05-20 17:00:45  cri

মে ২০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও গণনিরাপত্তামন্ত্রী জাও খ্য জি গতকাল (রোববার) বেলগ্রেডে সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজসা স্টেলানোভিচের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে জাও খ্য জি বলেন, অষ্টম চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশের শীর্ষসম্মেলন আয়োজনকালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা বুরনাবিচের বৈঠক হয়েছে। দু'নেতা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের যৌথ উন্নয়নে একমত হয়েছেন। চীন সার্বিয়ার সঙ্গে দু'নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চায় এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের নিরাপত্তা নিশ্চিত করে দু'দেশের আর্থ-বাণিজ্যিক ও মানবসম্পদ বিনিময়ের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে চায়।

নেবোজসা স্টেফানোভিচ বলেন, সার্বিয়া চীনের সঙ্গে হাই-টেক অপরাধ দমনে সহযোগিতা জোরদার করবে এবং দু'দেশের সংস্থা ও জননিরাপত্তা সুনিশ্চিত করে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে নিরাপদ করতে চায়।

বৈঠকের পর দু'পক্ষ আইন প্রণয়নে যৌথ কর্মগ্রুপ গঠনসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040