সহজ চীনা ভাষা-'কাগজের নৌকা ও ঘুড়ি'
  2019-05-20 14:36:31  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম ' কাগজের নৌকা ও ঘুড়ি '। এর চীনা ভাষা হলো: 纸船和风筝zhǐ chuán hé fēng zhēng । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

কাঠবিড়াল ও ছোট ভল্লুক একই পাহাড়ে থাকে। কাঠবিড়াল পাহাড়ের চূড়ায় থাকে, ছোট ভল্লুক পাহাড়ের পাদদেশে থাকে। পাহাড়ের নিচ দিয়ে ছোট নদী বয়ে চলে, একেবারে ছোট ভল্লুকের ঘরের সামনে দিয়ে যায়।

কাঠবিড়াল একটি কাগজের নৌকা বানায় ও নদীতে ভাসিয়ে দেয়। নৌকাটি নদীর পানিতে ভেসে ভেসে ভল্লুকের বাসায় পৌঁছায়।

ভল্লুক নৌকা দেখে খুব খুশি হয়, কারণ নৌকায় একটি পাইন কোন (Pine cone) আছে এবং এক টুকরা কাগজে লেখা আছে: তোমার আনন্দ কামনা করি।

ছোট ভল্লুক একটি ঘুড়ি তৈরি করে। ঘুড়ি বাতাসে উড়তে উড়তে কাঠবিড়ালের বাসায় পৌঁছেছে।

কাঠবিড়াল ঘুড়ি ধরে অনেক খুশি হয়। ঘুড়িতে একটি স্ট্রবেরি আছে, ঘুড়িতে লেখা আছে: তোমার সুখ কামনা করি।

এভাবেই কাগজের নৌকা ও ঘুড়ির মাধ্যমে কাঠবিড়াল ও ছোট ভল্লুক ভালো বন্ধু হয়ে যায়!

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

住 zhù থাকা । যেমন: 你住哪儿nǐ zhù nǎ ér । তুমি কোথায় থাকো?

山顶 shān dǐng পাহাড়ের চূড়া। 顶dǐng মানে মানুষ বা কোনো কিছু বস্তুর সর্বোচ্চ অংশ। যেমন: মাথার ওপরের অংশ:头顶tóu dǐng ।

山脚 shān jiǎo পাহাড়ের পাদদেশ। 脚jiǎo মানে পা বা পদ।脚jiǎo হল মানুষের শরীরের সবচেয়ে নিম্ন অংশ। তাই চীনা ভাষায়脚jiǎo শব্দ দিয়ে মানুষ বা কোনো কিছু বস্তু বা জিনিসের সবচেয়ে নিচের অংশ বর্ণনা করা হয়।

纸船 zhǐ chuán কাগজের নৌকা

祝你快乐zhù nǐ kuài lèতোমার আনন্দ কামনা

风筝fēng zhēng ঘুড়ি। এখানে 风fēng মানে বাতাস

祝你幸福zhù nǐ xìng fúতোমার সুখ কামনা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040