১৭ বছর বয়সের বৃষ্টি
  2019-05-19 19:32:10  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লিন চি ইংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৪ সালের ১৫ অক্টোবরে চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও দৌড়বিদ। তিনি তাইওয়ানের বিনোদনজগতের একমাত্র পেশাদার দৌড়বিদ। এ ছাড়াও তিনি একজন সফল শিল্পপতি। তিনি অনেক চলচ্চিত্র ও টিভি সিরিজে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্র সারা চীনে খুবই

বন্ধুরা, শুনছিলেন লিন চি ইংয়ের কন্ঠে '১৭ বছর বয়সের বৃষ্টি' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ফাং লংয়ের কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭১ সালের ২ মে চীনের লিয়াওনিং প্রদেশের ফুসিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন। ফাং লিংয়ের বাবা প্রথমে গান লেখা ও গাওয়ার বিরোধিতা করতেন। কিন্তু তিনি নিজের স্বপ্ন ত্যাগ করেননি। তিনি দিনে স্কুলে লেখাপড়া করতেন এবং রাতে গান গাওয়া ও লেখা শিখতেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'এপ্রিল মাসের আকাশ' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ফাং লংয়ের কন্ঠে 'এপ্রিল মাসের আকাশ' নামের গান। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি শেনইয়াং সংগীত একাডেমিতে ভর্তি হন। ২০০০ সালের অক্টোবর মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন তিনি হলেন চেচিয়াং ও শেনইয়াং সংগীত একাডেমির একজন শিক্ষক এবং চীনা সুরকার সমিতির একজন সদস্য। এখন শোনাবো তাঁর কন্ঠে 'যে গান স্মৃতিতে লুকিয়ে থাকে' নামের গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

শুনছিলেন ফাং লংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদরেকে চীনা কন্ঠশিল্পী ছেন ছু শেং'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮১ সালের ২৫ জানুয়ারি হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা, সংগীত-প্রযোজক, জাতীয় যুব ফেডারেশনের সদস্য, হাইনান যুব ফেডারেশনের সদস্য এবং ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের একজন মশালধারী। আজকের অনুষ্ঠানে আমি প্রথমে তাঁর কন্ঠে 'পরস্পরকে ভুলে যাবো' নামের গান শোনাবো। গানটি ২০১০ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রর থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন শু শেং'র কন্ঠে 'পরস্পরকে ভুলে যাবো' নামের গান। ২০০১ সালে তিনি শাংহাই ওরিএনটাল টিভি কেন্দ্রসহ ১৮টি টিভি কেন্দ্রের যৌথ আয়োজনে 'এশিয়া নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতা'-র 'সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন কন্ঠশিল্পী'-র পুরস্কার লাভ করেন। তখন ছেন ছু শেং'র বয়স ২০ বছর। এখন আমি আপনাদেরকে 'বেড়াগাছের অধীনে' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১০ সালে প্রকাশিত চলচ্চিত্রের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিরেন ছেন ছু শেংয়ের কন্ঠে 'বেড়াগাছের অধীনে' নামের গান। ২০০৩ সালে তিনি ছাংশা শহরে আয়োজিত জাতীয় পাব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ইএম সংগীত কোম্পানিতে যোগ দেন। ২০০৬ সালে তিনি নিজস্ব ব্যান্ড গড়ে তোলেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ঝরাপাতা দেখে শরত্কাল চিনেছি' নামের গান শোনাবো। গানটি ২০১০ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040