পাকিস্তানের টেলিভিশনে চীনের কার্টুন ছবি প্রচারিত
  2019-05-18 18:23:48  cri

মে ১৮: চীনের শানসি প্রদেশের কার্টুন ছবি 'সান তি শুয়ে' আজ (শনিবার) থেকে পাকিস্তানের জাতীয় টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

পাকিস্তানে চীনা দূতাবাসের মিনিস্টার চাও লি চিয়ান গতকাল (শুক্রবার) ইসলামাবাদে এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, চীনের নাটকীয় সংস্কৃতি এবার কার্টুন ছবির মাধ্যমে পাকিস্তানে প্রচার শুরু হলো। 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন' বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রেক্ষাপটে চীনের কার্টুন ছবি বিদেশে প্রচার করা চীন ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি দৃষ্টান্ত হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতি শনিবার বিকেলে পাকিস্তানের জাতীয় টেলিভিশনের ইংরেজি আন্তর্জাতিক চ্যানেলে কার্টুন ছবিটি প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহে একটি পর্ব হিসেবে, টানা ৬ সপ্তাহ ধরে প্রচারিত হবে কার্টুনটি।

(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040