একটি লাবণ্যময় গোলাপী ফুল
  2019-05-18 17:14:19  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে এটি ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ২০০৮ সালে পিক্স (PICKS) নামের একটি ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। একই বছরে ব্যান্ডটি প্রথম ইপি প্রকাশ করে। 'পিক্স আপ দা ওয়ার্ল্ড' হল তাঁদের শ্লোগান। ব্যান্ডটির সদস্য চার জন। তাঁরা হলেন চিছং, সিয়াও ইং (জয় ) (Joy刘颖嵘), তাচং ও সিয়াও ইয়ান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ব্যান্ডটির 'বিশ্বের ছাদে গান গাইবো' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড পিক্স'র 'বিশ্বের ছাদে গান গাইবো' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু সং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৬ সালের ১৪ মে আনহুই প্রদেশের হে ফেই শহরে জন্মগ্রহণ করেন। ২০০৬ সাল থেকে ওয়েবসাইটে সংগীত প্রকাশ শুরু করেন। ২০০৯ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'যদি তখন' নামের গান। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। স্যু সং গানের কথা ও সুর রচনা করেছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে 'যদি তখন' নামের গান। ২০১০ সালের ৬ জানুয়ারি তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। সে-বছরে তাঁর নিজের রচনা সংগীত টেনসেন্ট বার্ষিক শ্রেষ্ঠ দশ সংগীত নামতালিকায় অন্তর্ভুক্ত হয়। ২০১১ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৪ ও ২০১৬ সালে তিনি পঞ্চম ও ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছিংমিং উত্সবে বৃষ্টি' নামের গান শোনাবো। তিনি গানটির সুর করেন এবং কথাও লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন স্যু সংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি কন্ঠশিল্পী ফিং আন'র কন্ঠে 'একটি লাবণ্যময় গোলাপী ফুল' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৭৮ সালের ৯ নভেম্বরে শাংহাইতে জন্মগ্রহণ করেণ। ২০০১ সালে তিনি এক সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১২ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 'একটি লাবণ্যময় গোলাপী ফুল' শীর্ষক গান হল কাজাখ জাতির লোকসংগীত। আশা করি, আপনারা ফিং আন'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ফিং আন'র কন্ঠে 'একটি লাবণ্যময় গোলাপী ফুল' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ইয়াং খুন'র কন্ঠে 'দরিদ্র রোম্যান্স' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাওথৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা ও সংগীত-প্রযোজক। ১৯৯৪ সালে তিনি একটি টিভি সিরিজের থিম সং গেয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রযোজনার প্রস্তুতি কাজ শুরু করেন। ১৯৯৯ সাল থেকে তিনি অন্য বিখ্যাত কন্ঠশিল্পীদের জন্য গান লেখা শুরু করেন। ২০০২ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'দরিদ্র রোম্যান্স' শীর্ষক গান পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইয়াং খুন'র কন্ঠে 'দরিদ্র রোম্যান্স' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তিব্বতি জাতির কন্ঠশিল্পী রংচংএরচিয়া'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬৯ সালের ৭ অগাষ্ট চীনের সিছুয়ান প্রদেশের আবা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সাল থেকে তিনি সংগীত রচনা শুরু করেন। ১৯৯৪ সালে তিনি জিউচাইকৌ জাতীয় শিল্প গ্রুপে প্রধান গায়ক ও দলের প্রধানের কাজ শুরু করেন। ২০০১ সালে তিনি জিউচাইকৌতে নিজের পরিবেশনা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে নিজের প্রথম সংগীত প্রকাশ করেন। ২০১৭ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন তিনি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'মালভূমি লাল' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040