চলচ্চিত্র মুগ্ধকর গল্পের মাধ্যমে এশিয়া এবং বিশ্বের দর্শকদের দূরত্ব কাছাকাছি করতে সক্ষম: আমির খান
  2019-05-16 16:51:27  cri

মে ১৬: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের একটি অংশ হিসেবে 'বিশ্বের ওপর এশীয় সভ্যতার প্রভাব' শিরোনামে এক শাখা ফোরাম গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ভারত, কম্বোডিয়া ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, বিখ্যাত পণ্ডিত, প্রবীণ মিডিয়া ব্যক্তি ও শিল্পীসহ আমন্ত্রিত অতিথিরা এশীয় সভ্যতার বৈচিত্র্যময় বিষয় ও আধুনিক মূল্য নিয়ে মত বিনিময় করেন এবং বিশ্বায়নের যুগে এশীয় সভ্যতার নতুন দায়িত্ব নিয়ে আলাপ আলোচনা করেন।

ভারতের বিখ্যাত অভিনেতা আমির খান এবারের ফোরামে অংশ নেন। চলচ্চিত্রের বিশ্বায়ন প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র মুগ্ধকর গল্পের মাধ্যমে এশিয়া এবং বিশ্বের দর্শকদের দূরত্ব কাছাকাছি করতে সক্ষম বলে তিনি আশা প্রকাশ করেন। চলচ্চিত্র ব্যক্তি হিসেবে আমাদের চিন্তা করার বিষয় হলো: এশিয়া কি ধরনের গল্প বিশ্বের কাছে তুলে করবে?

চীন ও ভারতের সভ্যতা প্রসঙ্গে তিনি বলেন, চীন কাগজ ও ছাপাখানার বিদ্যা এবং ভারত সংখ্যা 'শূন্য' আবিষ্কার করে। দেশ দু'টি বিশ্বের উন্নয়নে লক্ষ্যণীয় অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করে। তা ছাড়া, নিজের বক্তৃতায় তিনি ভারতীয় সংস্কৃতির চিন্তাধারা তুলে ধরেন। ভবিষ্যতে বিশ্বের ওপর এশিয়ার মূল্যবোধ আরো ভালোভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040